দিল্লি এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়!!

অনলাইন প্রতিনিধি :-গভীর রাত থেকে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি ভর্তি করানো হয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। এইমসে চিকিৎসার পর উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল। দিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান রাজীব নারাং উনার চিকিৎসার আওতাতে ছিলেন।