র*ক্তা*ক্ত সিরিয়া, নিহতের সংখ্যা ছাড়াল এক হাজার!!

অনলাইন প্রতিনিধি :-সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া ও তার্তুসের সহিংসতায় নিহতের সংখ্যা ছাপাল এক হাজার প্রায়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ ৭৪৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন।