৪ কোটি টাকা দিলেই মন্ত্রিপদ, অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন!!
সব বিমানেই সার্ভিসের বহিঃরাজ্যে কার্গো সুবিধা চালু : সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্য থেকে বিমানে বহিঃরাজ্যে কার্গো পাঠানোর আরও সুবিধা চালু হল। গত দেড় বছর ধরে শুধু ইন্ডিগোর বিমানে বুকিং কার্গো অর্থাৎ মালপত্র পাঠানো যেত।অন্যান্য বিমান সংস্থার বিমানে, আগরতলা থেকে বুকিং কার্গো পাঠানো যেত না। তাতে রাজ্য থেকে পর্যাপ্ত পরিমাণ কার্গো তথা মালপত্র, জিনিসপত্র পাঠাত সমস্যা হচ্ছিল। ইন্ডিগোর পাশাপাশি আগরতলায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও আকাশ এয়ারের বিমান চালু থাকলেও তাতে শুধু ইন্ডিগোর বিমানেই বুকিং কার্গো পাঠানো হতো। অবশেষে সোমবার রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে বহিঃরাজ্যে বিমানে কার্গো পাঠানোর সুবিধা আরও সম্প্রসারণ হলো।এদিন এমবিবি আগরতলা বিমানবন্দরের কার্গো টার্মিনাল ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিমান কার্গো সম্প্রসারণ সুবিধার সূচনা করেন পরিবহণমন্ত্রী শ্রীচৌধুরী।তিনি জানান, বিমানে কার্গো তথা মালপত্র পাঠানোর আরও সুবিধা সম্প্রসারণ হওয়ায় রাজ্যের ব্যবসায়ী সহ সব অংশের মানুষের ভালো সুবিধা হলো। পরিবহণমন্ত্রী জানান, আগে শুধুমাত্র একটি বিমান সংস্থায় ইন্ডিগোর বিমানে এই সুবিধা চালু ছিল।এখন আরও যে দু’টি বিমান সংস্থার বিমান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও আকাশা এয়ারের বিমান আগরতলায় চালু রয়েছে সেই বিমানেও কার্গো পাঠানো যাবে।পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, আগামীদিনে এমবিবি আগরতলা বিমানবন্দরে আরও বিমান পরিষেবা চালু হবে। তখন সেই সব বিমানেও রাজ্য থেকে আরও মালপত্র,জিনিসপত্র বহিঃরাজ্যে পাঠানোর সুবিধা থাকবে। তিনি জানান,এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালু করার জন্য চেষ্টা চলছে।পরিবহণমন্ত্রী জানান, সম্প্রতি দিল্লীতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাত করে এমবিবি আগরতলা বিমানবন্দরকে শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার জন্য আহ্বান জানান।তাতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্য পরিবহণমন্ত্রী শ্রীচৌধুরী আশা করছেন এমবিবি আগরতলা বিমানবন্দরে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হয়ে যাবে।আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে হলে বিমানবন্দরে ইমিগ্রেশন পরিষেবা চালু করতে হয়। পরিবহণমন্ত্রী এই আশাও পোষণ করেন খুব শীঘ্রই ইমিগ্রেশন পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট তরফে ক্লিয়ারেন্স পেয়ে যাবে বিমানবন্দর। পরিবহণমন্ত্রী শ্রীচৌধুরী আরও জানান, চলতি লোকসভা অধিবেশন সমাপ্ত হওয়ার পরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু রাজ্য সফরে আসবেন। কেন্দ্রীয় মন্ত্রী বন্ধ হয়ে থাকা কৈলাসহর বিমানবন্দরেও যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে ব্রাজ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান। সোমবার বিমানবন্দর কার্গো পরিষেবা সম্প্রসারণ করার অনুষ্ঠানে বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মিনা ও উপস্থিত ছিলেন। তিনিও বিমানে কার্গো পাঠানোর সুবিধা অন্যান্য বিমান সংস্থায় পাওয়ায় আাজ্যের মানুষের সুবিধা হল বলে জানান।প্রসঙ্গত, গত দেড় বছর আগে যখন বিমানবন্দর নতুন কার্গো টার্মিনাল ভবন চালু হয় তখন দিল্লীর বিসিএ’র গাইডলাইনে ইন্ডিগোকে দিয়ে কার্গো চালু করা হয়েছিল।