সংবাদপত্রে টেণ্ডারের বিজ্ঞাপন, সংক্রান্ত অর্থ দপ্তরের বিতর্কিত সার্কুলার ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া!!
হোলিতে বিস্ফোরণ অমৃতসরের মন্দিরে !!

শুক্রবার গভীর রাতে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরের বাইরে বিস্ফোরণ ঘটে। জানা যায়, দু’জন বাইক আরোহী এসে মন্দিরে একটি বিস্ফোরক ছুড়ে মারে। তবে এই হামলায় কোনও হতাহতের খবর না থাকলেও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তদন্ত চালাচ্ছেন। এদিকে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নাম নেন শীর্ষ পুলিশ কর্তা। এদিকে মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান বলেন, পঞ্জাবে শান্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।