মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে আগুন!

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি হাসপাতালে রবিবার সকালে অগিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের খবর নেই তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং হাসপাতালের কর্মীদের মধ্যে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।ঘটনার সুত্রপাত প্রসূতি বিভাগের আইসিইউতে থাকা এসি শর্ট সার্কিট থেকে। সেই সময় আইসিইউতে ছিলেন ১৩ জন রোগী ছিলেন। ধোঁয়া বেরোতে দেখেই হাসপাতালের কর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। সেই আগুন বাড়তে থাকায় আইউসিইয়ের জানলা ভেঙ্গে রোগীদের উদ্ধার করা হয়। এ ছাড়াও ওই ভবনের ১৯০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।