বিভিন্ন কলেজে সহ-অধ্যাপক নিয়োগ, অফলাইনে আবেদনপত্র গ্রহণ করতে টিপিএসসিকে নির্দেশ!!

 বিভিন্ন কলেজে সহ-অধ্যাপক নিয়োগ, অফলাইনে আবেদনপত্র গ্রহণ করতে টিপিএসসিকে নির্দেশ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা লোকসেবা
আয়োগের-৩০ শে জানুয়ারী, ২০২৫-এর বিজ্ঞপ্তি মূলে সরকারী (সাধারণ)মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সহ-অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় রিট আবেদনকারীদের অফলাইনে আবেদন গ্রহণ করার জন্য টিপিএসসিকে নির্দেশ দিয়েছে মাননীয় উচ্চ আদালত।উচ্চ আদালতে রিট মামলা দায়ের হওয়ার পর শিক্ষা দপ্তর বয়সউত্তীর্ণ প্রার্থীদের ২০শে আগষ্ট, ২০১৮ বিজ্ঞপ্তি মূলে ঊর্ধ্বতন বয়সসীমার ক্ষেত্রে ছাড় দেবার সিদ্ধান্ত নেয়।২০১৭ সনে টিপিএসসি বিভিন্ন বিষয়ে১৮২ সহঅধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে।পরবর্তী সময়
২০১৮ সনের আগষ্ট মাসে নিয়োগ
প্রক্রিয়া বাতিল করা হয়।শুধু সহঅধ্যাপক পদ নয়,বিভিন্ন দপ্তরের বহু নিয়োগ প্রক্রিয়া একই সাথে বাতিল
করা হয়।রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (কর্মীবর্গ ও প্রশিক্ষণ) দপ্তর ২০ শে আগষ্ট, ২০১৮ প্রদত্ত বিজ্ঞপ্তি মূলে জানায়, বাতিল নিয়োেগ প্রক্রিয়াগুলিতে যারা আবেদন করেছেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাদেরকে একবারের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। ২০১৭ সনে বিশ্বজিৎ দেবনাথ ও সুপর্ণা দেবরায়, এই দুই রিট আবেদনকারী, সহ অধ্যাপক, দর্শন- এর জন্য আবেদন করেছিল।কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়।২০১৭ সনের পর পুনরায় ২০২৫ সনের ১৪ টি সহঅধ্যাপক, দর্শন পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি।ইতিমধ্যে রিট আবেদনকারীরা বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করেছে।আট বছর বাদে বিজ্ঞাপিত নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড়ের কোন উল্লেখ ছিল না। যদিও ২০১৮ সনের আগষ্টের বিজ্ঞপ্তি মূলে বয়সের ছাড় আবেদনকারীরা ও সমগোত্রীয়রা পাবার অধিকারী। শিক্ষা দপ্তরে বয়সের ছাড় দেবার আবেদন করেও কোন সাড়া না পাওয়াতে আবেদনকারীরা উচ্চ আদালতে রিট মামলা করেন। রিট মামলায় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে আবেদনকারীদের সহ-অধ্যাপক পদের প্রার্থীপদ গ্রহণ করার নির্দেশ দেন। টিপিএসসির আইনজীবী রাজু দত্ত – আদালতে জানান বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার জানিয়েছে।কিন্তু রিট আবেদনকারীরা অনলাইনে আবেদন টিপিএসসি পোর্টাল গ্রহণ করেনি।মাননীয় বিচারপতি অরিন্দম লোেধ রিট মামলার শুনানি গ্রহণ করেন। আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, উচ্চ দালতের অন্তর্বর্তী আদেশ সত্ত্বেও আবেদনকারীরা অনলাইনে আবেদন জমা দিতে পারেননি। টিপিএসসির পক্ষে আইনজীবী রাজু দত্ত এই প্রসঙ্গে উচ্চ আদালতকে টিপিএসসির অনলাইন পোর্টালের যান্ত্রিক অসুবিধা সম্পর্কে অবহিত করেন। জানান, অনলাইন পোর্টাল আপডেট করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন পোর্টালের মেরামতির জন্য আবেদনকারীদের অপেক্ষমাণ রাখা নিয়ে প্রশ্ন তোলেন আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী।মাননীয় উচ্চ আদালত রিট আবেদনকারীদের আবেদন অফলাইনে গ্রহণ করার জন্য টিপিএসসিকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, টিপিএসসির ৩০ শে জানুয়ারী ২০২৫ এর বিজ্ঞপ্তি অনুযায়ী ২৮০ সহ-অধ্যাপক পদে অনলাইনে আবেদন করার মেয়াদ প্রথমে ৭ ই মার্চ অব্দি ছিল। পরবর্তী সময় রিট মামলার সুবাদে শিক্ষা দপ্তর বয়সের ছাড় দেবার সিদ্ধান্ত জানায় ৭ই মার্চ এবং অনলাইনে আবেদন করার মেয়াদ ১ লা এপ্রিল অব্দি বাড়ানো হয়।দশ দিনেও টিপিএসসির অনলাইন পোর্টাল আপডেট করা যায়নি। অনলাইন পোর্টাল আপডেটে আরও কদিন লাগবে তা অনিশ্চিত। অনলাইন আবেদনের মেয়াদ ১ লা এপ্রিলের পর বাড়ানো হতে পারে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। বিরাট সংখ্যক প্রার্থী, যাদের সহ-অধ্যাপক পদে আবেদন করার যোগ্যতা রয়েছে। কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করেছেন, অনিশ্চয়তায় রয়েছেন।
উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা মামলা হলে পরেই শীতঘুম থেকে জেগে উঠেন আবারো প্রমাণিত হল।
২০১৮ সনের সিদ্ধান্ত অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেবার সিদ্ধান্ত নেওয়া হল রিট মামলার পর, আগে নয়। উচ্চ আদালতে রিট আবেদনকারীদের পক্ষে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য,কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.