কাব্যলোকের বর্ষবিদায় ও বর্ষবরণ!!

অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের মধ্যে অন্যতম একটি হল নববর্ষ। এই বাংলা নববর্ষকে ঘিরে বাঙালিদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। উল্লেখ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিগত ২৭ বছর ধরে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে কাব্যলোক। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পুরনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবিদায় ১৪৩১ এবং বর্ষবরণ ১৪৩২ এর আয়োজন করেছে কাব্যলোক। আগামী ১৪ ও ১৫ এপ্রিল আগরতলার মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৪ই এপ্রিল সন্ধ্যা ৬ টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদি থাকবে দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে। তাছাড়া কাব্যলোক প্রতিবছরই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কাব্যলোক সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এবছর এই কাব্যলোক সম্মান পাচ্ছেন রতন সাহা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে কাব্যলোকের তরফে।