নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!
বিপ্লবের নেতৃত্বে সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক!

অনলাইন প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় স্টেট গেস্ট হাউসে। এই বৈঠকের সভাপতিত্ব করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। প্রসঙ্গত প্রতি তিন মাস অন্তর অন্তর এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৈঠকে মূলত,
দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সহ জেলার জন্য সড়ক নিরাপত্তা কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা, সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিতকরণ ও অধ্যয়ন করা,সড়ক নিরাপত্তার মান বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। আজকের এই আলোচনা সভায় সবথেকে বেশি দুর্ঘটনা আমতলী থানায় এলাকায় ঘটে থাকে এই তথ্য উঠে আসে। পাশাপাশি ইকফাই কলেজ এলাকায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে বলেও জানা যায় আজকের এই বৈঠকে।