দুর্ঘটনা এড়াতে মানুষকেই সচেতন হতে হবে: বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য অতিথিশালায় ‘মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি’র এক সভা থেকে বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, দুর্ঘটনা এড়াতে শুধুমাত্র সড়ক ব্যবস্থার উন্নয়ন হলেও সম্ভব নয়।এক্ষেত্রে সবার আগে নিজেকেই সচেতন হতে হবে।ট্রাফিক বিধি মেনে চলা থেকে শুরু করে যান চালানোর সময় গতি নিয়ন্ত্রণের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিই সর্বাধিক গুরুত্বপূর্ণ।অনেক ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার জন্য অবৈজ্ঞানিক রাস্তাঘাট যে অনেকাংশেই দায়ী, তা স্বীকার করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বললেন, সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করে রাজ্যের বর্তমান সরকার সড়ক ব্যবস্থার মান উন্নয়নেও বিশেষভাবে পরিকল্পনা গ্রহণ করেছে।
পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সভা থেকে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নে বর্তমান সরকার এখনও পর্যন্ত মোট ২৪ হাজার কোটি টাকা ব্যয় করেছে। বেশ কিছু ক্ষেত্রে জাতীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের কাজ শেষও হয়েছে। আবার বেশ কিছু ক্ষেত্রে সড়কের উন্নয়নমূলক কাজ চলছে। মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটির সভা কাম সেমিনারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব সড়ক নিরাপত্তার বিষয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, সড়ক দুর্ঘটনার জন্য অবৈজ্ঞানিক রাস্তাঘাটও অনেকাংশেই দায়ী থাকে।রাজ্যের বর্তমান সরকার এ কথা মাথায় রেখে সড়ক ব্যবস্থার মান উন্নয়নে বিশেষভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি বলেন,প্রতি তিন মাস অন্তর অন্তর জেলাভিত্তিক এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মূল লক্ষ্যই হচ্ছে সড়ক দুর্ঘটনা কীভাবে কমানো যায় সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা। বৈঠকে তিনি বলেন, শুধুমাত্র সড়ক ব্যবস্থার উন্নয়নে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত এই দুর্ঘটনা সম্পর্কে মানুষ নিজে থেকে সচেতন হবে। তিনি বলেন, মানুষকে সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলতে হবে। ট্রাফিক রুলস, যান চলাচল ইত্যাদি ক্ষেত্রেও নিয়ম মেনে চলার আহ্বান রাখেন তিনি।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ যদি ট্রাফিক নিয়ম কানুন না মেনে চলেন তবে একা সরকারের পক্ষে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
বৈঠক থেকে এদিন গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণের বিষয়েও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব দিলেন সাংসদ। এদিনের সভায় সভাপতিত্ব করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এছাড়াও অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।