প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-নয়ডার ছাত্রী নিবাসে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন লাগে। প্রাণ বাঁচাতে হোস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দিতে দেখা গেল একের পর এক ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলবেলা গ্রেটার নয়ডার নলেজ পার্ক-৩-এ অবস্থিত অন্নপূর্ণা গার্লস হোস্টেলে।
এসি বিস্ফোরণের থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়েও পড়ে। সেই সময় হোস্টেলে বেশ কয়েকজন ছাত্রী উপস্থিত ছিলেন, কিন্তু তাঁরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হলেও দুই ছাত্রী তিন তলায় আটকে পড়েন। প্রান বাঁচাতে সেই সময় ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করেন তারা।