শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!

 শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব ১৪ নর্থ ইস্ট লিটল মাস্টার ক্রিকেটে বড় জয় পেলো রাজ্য দল।রবিবার গুয়াহাটির ফালংস্থিত আসাম ক্রিকেট অ্যাসোর একাডেমীর মাঠে রাজ্যদল ২০৭ রানে হারিয়ে দেয় দুর্বল সিকিমকে। চল্লিশ ওভারের খেলায় ত্রিপুরা প্রথম ব্যাট করে চার উইকেটে ২৯৪ রান তুলে। যার মধ্যে একা শ্রেষ্ঠাংশুর রানই ছিল ১৩৭।এর জবাবে সিকিমের লড়াই ২৬.৫ ওভারে মাত্র ৮৭ রানেই লুটিয়ে পড়ে। সদর তথা প্রগতি প্লে সেন্টারের উইকেটকিপার তথা ব্যাটার শ্রেষ্ঠাংশুর দুর্দান্ত ব্যাটিং দেখে সবাই খুশি।১২২ বলে শ্রেষ্ঠাংশু ১৩৭ রান করতে ১৭টি চার ও ৬টি ছক্কা হাঁকায়।গত বছর অনূর্ধ্ব তেরো ক্রিকেটে সেরা উইকেটকিপার হিসাবে পুরস্কৃত হয়েছিল শ্রেষ্ঠাংশু। শ্রেষ্ঠাংশু ছাড়াও এদিন ব্যাট হাতে অধিনায়ক শ্রীমান দেবনাথ ৩৭ বলে ৩৮, অভয় দেব ৬০ বলে ৪৪(৪×৪, ২০৬) ভালো ব্যাট করে। অতিরিক্ত আসে ৫৩ রান।
জবাবে সিকিম ২৬.৫ ওভার খেলে মাত্র ৮৭ রানই তুলতে পারে। আশিস গৌতম ৫৬ বলে সর্বাধিক ৩১ রান করে। ২০৭ রানের জয় পায় ত্রিপুরা। বোলিংয়ে রিহান আক্তার ১২/২ ও শ্রীমান দেবনাথ ০৪/২ নজর কাড়ে। আগামী ২৩ এপ্রিল ত্রিপুরার দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ নাগাল্যান্ড। এই ম্যাচটা জিতলেই সেমিফাইনালে উঠে যাবে। যদিও পঁচিশ এপ্রিল লীগ পর্বের তৃতীয় ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ মণিপুর। দল জেতায় খুশি কোচ অলক দেবরায়।শ্রেষ্ঠাংশুর শতরানের প্রশংসাও করেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.