গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইএসআই এর!!

অনলাইন প্রতিনিধি :-প্রাক্তন ক্রিকেট দলের কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর পহেলগাম ইস্যুতে ক্ষিপ্ত হয়ে উঠলে মঙ্গলবার মেল মারফত একাধিক প্রাননাশক হুমকি বার্তা পাঠানো হয়। এই ঘটনার পরেই পুলিশের তরফে অভিযোগ করা হয়। ‘আইএসআইএস কাশ্মীর’-র তরফে গম্ভীরকে এই হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে খবর। প্রাননাশক মেইল দুটি ২২ এপ্রিল,মঙ্গলবার বিকেল এবং ঐ দিনেরই যথাক্রমে সন্ধ্যে বেলায় পাঠানো হয়। তাতে ইংরেজিতে লেখা রয়েছে ‘আইকিলইউ’।