৩ মাসের মধ্যেই স্মার্ট সিটি মিশন সম্পন্ন হবে: মুখ্যমন্ত্রী!!

 ৩ মাসের মধ্যেই স্মার্ট সিটি মিশন সম্পন্ন হবে: মুখ্যমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগামী তিন মাসের মধ্যেই স্মার্ট সিটি মিশন প্রকল্প সম্পন্ন হবে।আগরতলা শহর এলাকায় ৩৭৫.৯৭ কোটি টাকা বরাদ্দের মোট ৬২টি উন্নয়নমূলক প্রকল্পের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগরতলা স্মার্ট সিটির কাজকর্মের অগ্রগতি বিষয়ে বিধায়ক গোপাল রায়ের আনা দৃষ্টি আকর্ষণী নোটিনের জবাবে বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন এই তথ্য জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
বিধানসভায় মুখ্যমন্ত্রী ডা.সাহা বলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদের অনুমোদন অনুযায়ী স্মার্ট সিটি মিশন স্কিমটি২০২৫ সালের ৩০ জুন শেষ হবে। কেন্দ্রীয় সরকার কর্তৃক এই প্রকল্পের পরবর্তী বর্ধিতকরণের বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। আগরতলা শহরের জন্য স্মার্ট সিটি মিশনের মোট প্রকল্প মূল্য হলো ৫৪১.০৪ কোটি টাকা। এখন পর্যন্ত স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় শেয়ার হিসেবে মোট ৪৯০ কোটি টাকা পাওয়া গেছে এবং রাজ্য শেয়ার হিসেবে মোট ৫১.০৪ কোটি টাকা পাওয়া গেছে। যা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ৯০:১০ অনুপাতে বিভক্ত।
মুখ্যমন্ত্রী জানান, স্মার্ট সিটি মিশনের অধীনে মোট ৬৫টি প্রকল্প গ্রহণ করা
হয়েছে।যার মধ্যে এখন পর্যন্ত ৬২টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং তিনটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।যে তিনটি প্রকল্পের কাজ চলছে এর মধ্যে রয়েছে এয়ারপোর্ট সড়কে ৯৬.১৭ কোটি টাকা ব্যয়ে লিচুবাগান থেকে নিউ এয়ারপোর্ট টার্মিনাল পর্যন্ত চার লেনের সড়ক, ৩২.৩১ কোটি টাকা ব্যয়ে এমবিবি কলেজ লেকের সৌন্দর্যায়ন এবং ৭.৬৪ কোটি টাকা ব্যয়ে শিশু উদ্যানের উন্নয়ন। চলতি বছরের মে মাসের মধ্যে এই তিনটি উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.