ভেঙে পড়ল বায়ুসেনার বিমান!!

অনলাইন প্রতিনিধি :-গুজরাতে বড়সড় বিপত্তি যুদ্ধবিমান ভেঙে। বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে মৃত্যু হয়েছে এক পাইলটের। বিমানে থাকা অপর পাইলট গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার রাতে গুজরাতের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগর এলাকায় বায়ুসেনার জাগুয়ার বিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়েছিল বলে খবর। তবে অন্য পাইলটকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে বেশ কিছু সময় খোঁজাখুজির পর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।