লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি মেডিক্যাল পরিস্থিতি তৈরি হওয়ায় নেমে পড়তে হয় তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরেই। সেই ঘটনার পরে প্রায় ২০ ঘণ্টা কেটে গেলেও এখনও সেই বিমানবন্দরেই আটক হয়ে রয়েছেন বহু যাত্রী। সেই তালিকায় আছেন চার মাসের গর্ভবতী মহিলা, ডায়াবিটিসে আক্রান্ত বৃদ্ধ, চার সদ্যোজাত শিশুও। যে বিমানবন্দরে উড়ানটি আটকে রয়েছে সেই বিমানবন্দরে এমন ধরনের বিমান হ্যান্ডল করার পরিকাঠামোই নেই। অন্য উড়ানের ব্যবস্থা করা হয়নি। যাত্রীদের বলা হয়েছে, উড়ান অবতরণের সময়ে পরিকাঠামোগত সমস্যায় পড়েছে। যাত্রীদের অভিযোগ, তুরস্ক থেকে কী ভাবে তাঁরা ভারতে ফিরবেন তা নিয়ে কোনও উত্তর নেই তাঁদের কাছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্স এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।