পাহাড়ে কৌশল পাল্টাচ্ছে বিজেপি!!
জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রামথাকে রাজনৈতিক ভাবে মোকাবিলায় পথে নামতে শুরু করেছে শাসক দল বিজেপি। গত কয়েকদিন ধরেই তিপ্রামথা সুপ্রিমোর উস্কানিতে তৈদু সহ পাহাড়ের বিভিন্ন স্থানে শাসক দলের কর্মসুচি এবং সরকারী কর্মসুচি বানচাল হয়। পাহাড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরী করার চেষ্টা শুরু হয়েছে বলে বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বের অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার বিকালে অমরপুর বিএসির চেয়ারম্যান সুমন্ত রিয়াংয়ের নেতৃত্বে ও বিজেপি দলের অম্পিনগর মন্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের কুশপুতুল পোড়ানো হয়। অমরপুরের থালছড়া বাজারে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।