রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা দৃষ্টান্ত স্থাপন করেছে দেশে: মুখ্যমন্ত্রী!!
BSF-এর হাতে পাকড়াও পাক রেঞ্জার!!

অনলাইন প্রতিনিধি :-এর হাতে পাকড়াও এক পাক রেঞ্জার। বিএসএফ সূত্রে দাবী, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও চুপ থাকেনি সে বরং ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান। তখনই তাকে আটক করে নেন ভারতীয় জওয়ানরা।
পাক রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। শনিবারেই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক-জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে কোনো আমলই দেয় নি BSF। যার ফলে আপাতত ভারতেই আটকা পড়ে রয়েছে পাক রেঞ্জার।