পহেলগাও প্রসঙ্গ টেনে বিতর্কে শিল্পী সোনু নিগম, FIR!!

 পহেলগাও প্রসঙ্গ টেনে বিতর্কে শিল্পী সোনু নিগম, FIR!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান চলাকালীন পহেলগাঁও জঙ্গি হামলার উপর মন্তব্য করার জন্য জনপ্রিয় গায়ক সোনু নিগম বিতর্কে জড়িয়ে পড়লেন। শনিবার পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। গায়ক সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের পক্ষে একটি পোস্ট করেছেন এবং দাবি করেছেন যে তিনি ‘উৎপীড়নের শিকার’ হয়েছেন। ২৫ ও ২৬ এপ্রিল দুদিন বেঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত একটি কনসার্টে এক যুবক সোনু নিগমকে বারবার কন্নড় ভাষায় গান গাইতে অনুরোধ করছিল বলে অভিযোগ, যার জবাবে শিল্পী ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেন “আমি কন্নড়-সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছি। যখনই আমি কর্ণাটকে আসি, আমি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে আসি। আপনারা সবাই আমার সঙ্গে পরিবারের মতো আচরণ করেন। যখনই আমাকে অনুরোধ করা হয়, আমি সব সময় কন্নড় গান গাই। যুবকটির জন্মের আগে থেকেই আমি কন্নড় ভাষায় গান গাইছি৷ কিন্তু সে ‘কন্নড়, কন্নড়’ বলে চিৎকার করতে থাকলে আমার ভালো লাগেনি। এই ধরণের আচরণের ফলেই পহেলগাঁও হামলার মতো ঘটনা ঘটে।”

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.