অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ওই ছাত্র। বিরল রোগের কারণে প্রতিদিন তাঁকে তিনঘন্টা দাঁড়িয়ে থেকে পরীক্ষা দিতে হয়েছে।

তাঁর নাম সন্দীপ দাস। খুব ভালো ফুটবল খেলতো সন্দীপ। কিন্তু গত দেড় বছর আগে আচমকাব সে এই বিরল রোগে আক্রান্ত হয়। দরিদ্র পরিবারের বসবাস। বাবা বুট বাদাম বিক্রি করে সংসার চালায়। উন্নত চিকিৎসা করার সাধ্যটুকু নেই। তারপরেও একবার অপারেশন হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই অপারেশনেও সেরে উঠেনি এই দুরারোগ্য ব্যাধি। সে ঠিকভাবে চলতে এবং বসতেও পারেনা।

এবছর তাঁর অভূতপূর্ব রেজাল্টের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে, মঙ্গলবার তার বাড়িতে ছুটে যান প্রাক্তন খাদ্যসংভরন ভোক্তা বিষয়ক মন্ত্রী বর্তমান বিধায়ক মনোজকান্তি দেব। তার শারীরিক সুস্থতার জন্য চিকিৎসার প্রতিশ্রুতি দেন মনোজ বাবু।