যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

 যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা। এদিন সন্ধেয় এয়ারমেন-দের তথা বায়ুসেনা কর্মীদের উদ্দেশে জারি হয়েছে বিজ্ঞপ্তি।বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ শুরু হবে মহড়া।সাড়ে ৫ ঘণ্টা ধরে তা চলবে।এই সময়ে সীমান্ত ঘেঁষা বিমানবন্দরে বিমানের ওঠা-নামা নিষেধ করা হয়েছে।রাফাল,মিরাজ ২০০০ ও সুখোই-৩০-সহ প্রথম সারির সব যুদ্ধবিমান থাকবে মহড়ায়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.