বালোচিস্তানে পাক সেনার ওপর জোড়া বিস্ফোরণে মৃত্যু ১৪!!

অনলাইন প্রতিনিধি :-বালোচিস্তানে পাক সেনার গাড়িতে হামলা চালানো হয়। অবশ্য এই হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। বিস্ফোরণে প্রাণ যায় ১৪ পাক সেনা জওয়ানের। বুধবারই বালোচিস্তানে জোড়া বিস্ফোরণ ঘটানো হয় পাকিস্তানের সেনা কনভয়ে। পাহাড়ি রাস্তায় যখন পাক সেনার গাড়ি চলছিল তখনই বিস্ফোরণ ঘটানো হয়। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতে ১২ জন পাক জওয়ান প্রাণ হারান। পরবর্তী সময়ে কেছের কুলাগ তিগরানেও বিস্ফোরণ হয়। তাতে দু’জনের মৃত্যু হয়েছে।