পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা মুরলী। ২০২২ সালে সেনার ৮৫১ লাইট রেজিমেন্টে যোগ দেন তিনি। মুরলীর বাবা এবং মা দিনমজুরের কাজ করতেন মুম্বইয়ে। ছোটবেলা থেকেই দেশের কাজে যুক্ত হওয়ার স্বপ্ন ছিল মুরলীর। সে স্বপ্ন পূরণও করেন। মুরলী সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর কাজ ছেড়ে গ্রামে ফেরেন তাঁর বাবা-মা।
‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ব্যাপক হারে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার উরি সেক্টরে কর্মরত ছিলেন মুরলী। পাকিস্তান যখন গোলাবর্ষণ শুরু করে আহত হন তিনি। তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় তাঁকে। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তিনি।