প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!
ফের চারধাম যাত্রায় হেলিকপ্টার সার্ভিস চালু!!

অনলাইন প্রতিনিধি :-ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে, নিরাপত্তার জন্য চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ করা হয়েছিল। ফের চারধামে হেলিকপ্টার পরিষেবা চালু করল উত্তরাখণ্ড সরকার ৷ যাত্রীদের সমস্যার কথা বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর ।
উত্তরাখণ্ডের তথ্য দফতরের ডিরেক্টর বংশীধর তিওয়ারি জানিয়েছেন, হেলিকপ্টার পরিষেবা ফের চালু করা হয়েছে ৷ চারধাম যাত্রা সুষ্ঠুভাবেই চলছে ।