বজ্রপাতে মৃত্যু দুই,আহত দুই
সোমবার বিকালে আচমকা ঝর বৃষ্টি ও বজ্রপাতের ফলে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই জনজাতি যুবক যুবতীর। গুরত্বর আহত হয়েছে আরও দুই জনজাতি যুবক যুবতী। আহত দুই যুবক যুবতীকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে অমরপুর মহকুমার পূর্ব মালাবাসা ভিলেজের গতিরাম বাড়িতে। জুম ক্ষেতে কাজ করছিল নিহত ও আহতরা সহ গতিরাম বাড়ির আরও কয়েকজন । মৃতদের নাম চষিরাম রিয়াং(২৮) ও মিঠুরুং রিয়াং(২০)। আহতদের নাম সুচিত্রা রিয়াং ( ৩০) ও কুমারজয় রিয়াং (২৬)। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।