চার রাজ্যের বিধানসভার দিনক্ষণ ঘোষণা!!

অনলাইন প্রতিনিধি :-পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে নদিয়া জেলায় কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি প্রয়াত হন কালিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ।এই কেন্দ্রটি দীর্ঘদিন বিধায়ক শূন্য ছিল। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। কালীগঞ্জ ছাড়াও গুজরাতের কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরালার নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোটগণনা হবে আগামী ২৩ জুন। ২৫ জুনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।