পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে দিল্লিতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করত এই সি আর পি এফ। আর এই অভিযোগেই এবার সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করল জাতীয় তদন্ত সংস্থা। জানা গেছে, ২০২৩ সাল থেকে এই জওয়ান পাকিস্তানের গোয়েন্দাদের গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করত। পাকিস্তানের একাধিক আধিকারিকের সঙ্গে তার সরাসরি সম্পর্ক ছিল বলেও দাবি তদন্তকারীদের। ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের আর্থিক লেনদেন ছিল ।মতিরামকে ইতিমধ্যে জেরা শুরু করেছেন গোয়েন্দারা। তাকে ৬ জুন পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট।