মিডল অর্ডারের ফল নিয়ে খুশি নন পন্থ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশেষে টি টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল ভারতীয় ক্রিকেট দল । আর সেখানে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন ঋষভ পন্থ । প্রথম দুটি ম্যাচে টেম্বা বাভুমাদের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর অবশেষে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ভারতীয় দল । ফলে হারের হ্যাট্রিক থেকে রক্ষা পেল ভারতীয় দল । ভারতীয় দলের হয়ে যুজবেন্দ্র চাহল চারটি উইকেট নিয়েছিলেন । ‘ ফলে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন । তবে শুধু চাহলই নয় তার সঙ্গে প্রোটিয়া দলের বিরুদ্ধে ভারতীয় দলের আর এক স্পিনার অক্ষর প্যাটেলও কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন । তিনি একটি উইকেট নিয়েছিলেন । সেই কারণেই ভারতের জয়ের জন্য দলের স্পিনারদেরই কৃতিত্ব দিলেন পন্থ ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয়টি টোয়েন্টি ম্যাচ প্রথম ব্যাট করে। ৫ উইকেটের বিনিময় ১৭৯ রান করে ভারত । জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা । সেই ম্যাচেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন দলের স্পিনাররা । সেখানে ৪ ওভার বল লাগে করে একটি উইকেট সহ মাত্র ২৮ রান দেন অক্ষর প্যাটেল । অন্যদিকে ও 4 ওভার বোলিং করে ২০ রানের বিনিময় ৩ উইকেট নেন যুজবেন্দ্র চাইল । এই ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের এই তরুণ অধিনায়ক বলেছেন , ‘ ভারতীয় দলে মুলত স্পিনাররা ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছেন । ইনিংসের মাঝের ওভারগুলিতে তারা প্রোটিয়া ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করেছিলেন । তাই এই রকম চাপের মুখে নিজেদের সেরাটা দিতে পারেনি বাভুমারা ।
আমরা সেটাকেই ম্যাচে কাজে লাগিয়েছিলাম । অবশেষে দলকে জেতাতে পেরে ভাল লাগছে । ‘ তবে সেই সঙ্গেই পন্থ যে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি নন সেটাও কিন্তু পন্থ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন । মিডল অর্ডারে ব্যাট করতে নামা পন্থ , দীনেশ কার্তিক এবং অক্ষর প্যাটেল কেউই ৬ – এর বেশি রান করতে পারেননি । পন্থ সাংবাদিকদের এদিন বলেন , ‘ শুরুতে যেমন রান উঠছিল তাতে আমরা আশা করেছিলাম , বড় রানে পৌঁছে যেতে পারি আমরা । তবে প্রত্যাশা অনুযায়ী ১৫ রান কম হয়েছে । মিডল অর্ডারের ব্যাটাররা রান পাননি এটা মোটেও ভাল বিষয় নয় । তবে ব্যাটিং – এর শুরুটা ভাল হয়েছিল । ‘