এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!
স্ত্রীকে কুপিয়ে জখম!!
স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক বার কোপায় স্বামী। ঘটনা সোমবার দুপুরে কৈলাসহর পুরসভার কাচেরঘাট এলাকায়। অভিযুক্ত স্বামী বন দপ্তরের কর্মী। ঘটনার পর স্বামী নিজ বাড়ির উঠানে বলি ছেদের দা নিয়ে বসে থাকে। ঘটনার আড়াই ঘন্টা পর পুলিশ টিএসআর মিলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।