বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু!!
বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম ইকবাল হোসেন। বয়স ৩০ বছর। বাড়ি কাঁঠালিয়ায়। ইকবাল হোসেন প্রতিদিন সকালে কাঠালিয়া থেকে মাছ নিয়ে বিলোনিয়া ১ নং টিলা প্রভাতী মার্কেটে বিক্রি করতে আসে। মঙ্গলবারও সে মাছ নিয়ে বাইকে করে সকালে কাঠালিয়া থেকে রওনা দেয়। বিলোনিয়া বড়পাথরী প্রধান রাস্তায় গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আসার পর হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ পাকা ব্রিজের নিচে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে বিলোনিয়া থানায় খবর পাঠায়। শেষে দমকল কর্মীরা এসে অনেক খোঁজা খুঁজি করে জল থেকে তাঁর দেহ উদ্ধার করে। ইকবালের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।