অপহরণ কান্ডে ধৃত এক

 অপহরণ কান্ডে ধৃত এক
এই খবর শেয়ার করুন (Share this news)

নাবালিকা অপহরণ কাণ্ডে ধৃত এক যুবক । ধৃত যুবকের নূর হুসেন। বাড়ি আসামের তেজপুর এলাকায়।কর্মসূত্রে ওই যুবক পুনেতে থাকে । মোবাইল যোগে উদয়পুর কিল্লা এলাকার ১৬ বছরের এক নাবালিকার সাথে তার পরিচয় হয় । এরপরেই গত ১৪ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মেয়েটি । এরপরেই মেয়ের বাবা কিল্লা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই অভিযোগ পেয়ে আর কে পুর থানার পুলিশের একটি টিম রওনা দেয় ১৭ জুন পুনের উদ্দেশ্যে । সেখান থেকেই অভিযুক্ত নূর হুসেন সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে ২১ জুন মঙ্গলবার আর কে পুর থানায় নিয়ে আসে ।

Dainik Digital

Dainik Digital

1 Comment

    Avatar
  • ভালো নিউজ

Leave a Reply

Your email address will not be published.