বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া উপভোট শান্তিতে চলছে
দৈনিক সংবাদ অনলাইন।। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত চার বিধানসভা কেন্দ্রে গড়ে মোট ৫১.৭৭ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকে চার বিধানসভা কেন্দ্রেই বেশ কিছু বুথের ইভিএম মেশিন গোলযোগের কারণে ভোটিং প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। এতে ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।আগরতলা শহরের দুটি হাই প্রোফাইল কেন্দ্রে সকাল থেকেই কয়েকটি স্থান থেকে ছোট খাটো অশান্তির খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে ভোটারদের ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ভোট কে কেন্দ্র করে কোথাও বড় কোনও অশান্তির খবর নেই। দুপুর একটা পর্যন্ত চার বিধানসভা কেন্দ্রেই ভোট চলছে শান্তিতে।