মথায় মিশছে আইপিএফটি মেবার গোষ্ঠী!!
অবশেষে তিপ্রামথায় সামিল হচ্ছে আইপিএফটি মেবার গোষ্ঠী। আগামী ২ জুলাই আগরতলায় অনুষ্ঠানের মাধ্যমে মেবার গোষ্ঠী সামিল হবে মথার পতাকা তলে। শনিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন আইপিএফটি মেবার গোষ্ঠীর সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা। উল্লেখ্য, গ্রেটার ত্রিপ্রা ল্যান্ড দাবি ইস্যুতে দল আগেই আড়াআড়ি ভাবে ভেঙে দু’ টুকরো হয়ে গেছে। এক গোষ্ঠীর নেতা হচ্ছেন এন সি দেববর্মা। অপর গোষ্ঠীর নেতা মেবার কুমার জমাতিয়া। গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি নিয়ে তিপ্রা মথায় মিশে যাওয়া নিয়েই এন সি’র ঘোর আপত্তি। এই নিয়েই দলে দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। যদিও দলের অধিকাংশ বিধায়ক এন সি দেববর্মার পক্ষে। ওই বিরোধের জেরেই মেবার জমাতিয়া’র মন্ত্রী পদ হারাতে হয়েছে। এমনকি দলও তার সাথে সম্পর্ক অনেকটাই ছিন্ন করে নিয়েছে। মেবার কুমার জমাতিয়াও মথায় সামিল হবে। শুধু সময়ের অপেক্ষা। বিধায়ক পদে টানা সাড়ে চার বছর অতিক্রম করার জন্য অপেক্ষা করছেন। কেননা, নয়া আইন অনুযায়ী সাড়ে চার বছর অতিক্রান্ত না হলে কোনও আর্থিক সুবিধা পাবেন না।