মথায় সামিল মেবার গোষ্ঠী!!
দৈনিক সংবাদ অনলাইন।। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী শনিবার তিপ্রামথায় মিশে গেলো আইপিএফটি মেবার গোষ্ঠী।শনিবার টাউন হলে আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মেবার গোষ্ঠীর চারটি শাখা সংগঠন নিজেদের অস্তিত্ব বিলীন করে মথায় মিশে গেছে। এদের বরণ করে মেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর সহ অন্যান্য নেতারা । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর বলেন, এটি একটি বার্তা। গ্রটার তিপ্রা ল্যান্ড দাবি আদায়ের ক্ষেত্রে আমরা যে থানসার কথা বলছি, আগামী দিনে তা আরও শক্তিশালী হবে।
তবে এদিন কোনও আইপিএফটি বিধায়ককে ওই কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি তিপ্রমথায় যোগও দেন নি।
অন্যদিকে, দিল্লির ঘটনার পর থেকে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া’র কোনও হদিস পাওয়া যাচ্ছে না। এখনো তিনি রহস্য জনক ভাবে নিরবতা পালন করে চলেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ অসত্য বলে এখনো তিনি তা খন্ডন করেন নি। এমন কি এই বিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়াও ব্যক্ত করেন নি। ফলে রহস্য আরও বাড়ছে। এদিকে, শনিবার তার অনুগামীরা প্রায় সকলেই তিপ্রামথায় সামিল হয়ে গেলেও তার দেখা পাওয়া যায়নি।