প্রকাশিত হল মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল
বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষনা করেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬. ১৮ শতাংশ। উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬ শতাংশ। মাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার পশ্চিম জেলায় ৯০.৭৫ শতাংশ এবং সর্বনিম্ন পাশের হার ৮১.৮৭ শতাংশ।
উচ্চমাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার দক্ষিন ত্রিপুরা জেলায় ৯৭.১৩ শতাংশ। এবং সর্বনিম্ন পাশের হার পশ্চিম জেলায় ৯৪.৯২শতাংশ। এবছর এডিসি এলাকায় মাধ্যমিকে পাশের হার ৮২.৩৬ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৫.৪৩ শতাংশ। ১০০ শতাংশ পাশ এবছর মাধ্যমিক স্কুলের সংখ্যা হলো ১৯৭ টি এবং উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা হচ্ছে ৮৫টি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবছরেই প্রথম ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ একসাথে একই দিনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাস আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষনা করেছে।