জম জমাট ঈদের বাজার

 জম জমাট ঈদের বাজার
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। রাজ্যের সংখ্যা লঘু মুসলিম ধর্মাবলম্বীদর আসন্ন কোরবানী ঈদ তথা পবিত্র ঈদল আযাদা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার জমজমাট গবাদি পশুর বাজার বসেছে উদয়পুর মহকুমার জামজুড়ি বাজারে। ঈদের আগে জামজুড়ি বাজারে এই বৃহস্পতিবারই ঈদের শেষ বাজার। আগামী রবিবার মুসলিম ধর্মাবলীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদল আযাদা তথা কোরবানী ঈদ।স্বাভাবিক ভাবেই জামজুড়ি বাজারে গবাদি পশু সহ ঈদের অন্যান্য কেনাকাটায় ক্রেতা বিক্রেতাদের ব্যাপক হারে উপস্থিতিতে জামজুড়ি বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে।

তবে গবাদি পশু সহ নিত্য ব্যবহার্য্য সামগ্রীর চড়া মূল্য হওয়ায় দুপুর পর্যন্ত বিক্রী বাটায় ভাটার টান লক্ষ্য করা গেছে। রবিবারে মুসলিম ধর্মাবলীদের পবিত্র ঈদল আযাদা উদযাপন উপলক্ষ্যে উদয়পুর এবং অমরপুরের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুদের মধ্যে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি খুশির জোয়ার বইছে। এই রাজ্যে পরম্পরা অনুযায়ী মুসলিম  ধর্মাবলীদের পবিত্র অনুষ্ঠানে অনান্য সম্প্রদায়ের মানুষেরাও স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন এবং ঈদের আনন্দে মেতে উঠেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.