মেলাঘরে ঐতিহ্যবাহী উল্টো রথ
দৈনিক সংবাদ অনলাইন, মেলাঘর।। শুক্রবার উৎসাহ উদ্দিপনার মধ্যে মেলাঘরে সম্পন্ন হয় ঐতিহ্যবাহী উল্টো রথ। বেলা দুইটায় গুন্ডিচা মন্দির থেকে শুরু হয় উল্টো রথ যাত্রা। ৫৮ ফুট উচ্চতার এই এই রথকে মূল মন্দিরের দিকে টেনে আনার জন্য অংশ নেয় শত শত ভক্ত প্রান মানুষ। মেলাঘর থানার ওসি, সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নিজেও রথের রশি ধরে টান দেন। খোল, করতাল, কাঁসর, ঘন্টা উলুধ্বনিতে মেলাঘর রথের প্রাঙ্গণ হয়ে ওঠে মোহময়। এক প্রাণবন্ত পুন্যতীর্থভূমিতে রুপান্তরিত হয়।
রথের রশি টানতে ও স্পর্শ করতে ভক্তদের অবিরাম প্রয়াসে শামিল হয় আবাল বৃদ্ধ বনিতা। বেলা দুটোই শুরু হয় এই রথের যাত্রা। ধাপেধাপে রথকে টেনে আনার ক্ষেত্রে সময় লেগে যায় প্রায় দুই ঘন্টা। ঐতিহ্যবাহী উল্টো রথে আজকের ইসকন মন্দিরের সাধু-সন্ত্ররাও অংশগ্রহণ করেন। বিধায়ক সুভাষ দাস থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব, জগন্নাথ পরিচালন কমিটির প্রয়াস ছিল উল্লেখ করার মত।