মহিলা ফুটবলের নতুন ক্রীড়াসূচি
ইম্ফলে পূর্বোত্তর সিনিয়র মহিলা ফুটবল আসরের ক্রীড়াসূচিতে কিছু পরিবর্তন করা হলো । উদ্যোক্তাদের তরফে আজ নতুন যে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে তাতে আগামী ১৫ , ১৭ এবং ১৮ জুলাই লীগের শেষ তিনটি ম্যাচ খেলবে ত্রিপুরা । ১৫ জুলাই ত্রিপুরা বনাম মণিপুর ।
১৭ জুলাই ত্রিপুরা বনাম নাগাল্যাণ্ড এবং ১৮ জুলাই লীগপর্বের শেষ ম্যাচে ত্রিপুরার সামনে মিজোরাম । ২২ জুলাই দুটো সেমিফাইনাল ম্যাচ এবং ২৩ জুলাই হচ্ছে ফাইনাল ম্যাচ । উল্লেখ্য , ত্রিপুরা লীগের চারটি ম্যাচ খেলেছে । যার মধ্যে তিনটিতেই হেরেছে । একটি ড্র করেছে । এই অবস্থায় লীগের শেষ তিনটি ম্যাচ ত্রিপুরার কাছে অনেকটা নিয়মরক্ষারই বলা চলে ।