প্রচারেই উন্ময়ন, বাস্তব বলছে অন্য কথা!!

 প্রচারেই উন্ময়ন, বাস্তব বলছে অন্য কথা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। সরকার আসে সরকার যায়, কিন্তু জনজাতিরা যে সমস্যায় ছিলো,সেই সমস্যাতেই রয়ে গেছে। জনজাতিদের উন্নয়নের নামে ব্যাপক অর্থ খরচ হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। ঋষ্যমুখ ব্লক এলাকার  সোনাইছড়ি এডিসি ভিলেজের গৌবিন্দ বাড়ির রামানন্দ পাড়া এলাকার মধ্যেও সেই একই ছবি। এলাকার জনগণ বার বার বিভিন্ন মহলে দাবি জানালেও আজ পর্যন্ত কোন ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা যায় নি। ফলে এলাকার জনগনের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। গৌবিন্দ বাড়ি রামানন্দ  পাড়াতে মোট দশ পরিবারের বসবাস। সবাই  জনজাতি সম্প্রদায়ের। 

সবাই দারিদ্র সীমার নিচে বসবাস করে।গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ কিছুই নেই। বেঁচে থাকার ন্যূনতম সুবিধা পর্যন্ত নেই। সব ধরনের সমস্যায় ভুগছে এই জনজাতি পরিবারগুলি । পানীয় জল সংগ্রহ করতে হয় বাড়ি থেকে  প্রায় তিন  কিলোমিটার দূরে  লুঙ্গা  থেকে। শুখা মরশুমে এলাকার জনগণদের দুর্ভোগ চরম সীমায় উঠে।  অপরিশোধিত জল খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের আভিমত,সরকার আসে সরকার যায় কিন্তু তাদের এই পাড়ার কোন ধরনের উন্নয়ন হয় না। বাজার থেকে মোমবাতি কিনে এনে বাচ্চাদের পড়াশোনা করতে হয়। গ্রামবাসীদের আজও উপেক্ষিত হয়ে আছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.