যুবভারতীতে খেলবে এটিকে

 যুবভারতীতে খেলবে এটিকে
এই খবর শেয়ার করুন (Share this news)

এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর । এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ মেরুন ব্রিগেড খেলবে কলকাতায় নিজেদের ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে । বৃহস্পতিবার এএফসি কাপের সূচি চূড়ান্ত করার পর এএফসির তরফে জানানো হয় , আগামী সাত সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আশিয়ান জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনালে নামতে চলেছে এটিকে মোহনবাগান । ফলস্বরূপ প্লে অফ এবং গ্রুপ পর্বের ম্যাচের মতোই মাঠ ভর্তি নিজেদের সমর্থকদের সমর্থনে সেমিফাইনাল খেলবে সবুজ – মেরুন ব্রিগেড । ইন্টার জোনাল সেমিফাইনালে বাগানের মুখোমুখি হওয়ার দৌড়ে রয়েছে চারটি দল ।

Soccer_ball

ভিয়েতনামের ভিয়েট্রেল এফসি , মালয়েশিয়ার কুয়ালা লামপুর সিটি এফসি , ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার এবং মালয়েশিয়ার কেদা দারুল অমন এফসি । এদের মধ্যে কারা ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ – মেরুন বাহিনীর মুখোমুখি হবে তা ঠিক হয়ে যাবে ২৪ আগষ্ট , আশিয়ান জোনের ফাইনালে । অপরদিকে , ইতিমধ্যেই ইন্টার জোনাল সেমিফাইনালের অপর ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছ হংকংয়ের ইস্টার্ন এসসি । তারা সেমিফাইনালে খেলবে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়নের বিরুদ্ধে । যে দৌড়ে রয়েছে তাজিকিস্তানের এফসি খুজন্দ ও উজবেকিস্তানের পিএফসি সোগদিয়ানা । ম্যাচ ১৭ আগষ্ট ।

soccer football in the stadium crowd

সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে ছয় সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ইস্টার্ন এসসি কাদের মুখোমুখি হবে । উল্লেখ্য , গতবারও ইন্টার জোনাল সেমিফাইনালে উঠেছিল এটিকে মোহনবাগান । আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে সেই দল উজবেকিস্তানের নসফ এফসির কাছে ০-৬ গোলে পরাস্ত হয়েছিল । এবার ঘরের মাঠে খেলার সুবাদে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.