রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ!!
দৈনিক সংবাদ অনলাইন।। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করলো মনু ব্লকের ময়নামা এলাকার জনগন। ঘটনা রবিবার সকালে। ময়নামা এডিসি ভিলেজ সহ আশপাশ এলাকার গ্রামের রাস্তাঘাট গুলির দীর্ঘদিন যাবত বেহাল দশা। স্থানীয় জনগন রাস্তা সংস্কারের জন্য মনু ব্লক কর্তৃপক্ষ কে বেশ কয়েকবার জানালেও কোন কাজ হয় নি।
এছাড়াও গ্রাম গুলিতে রয়েছে পানীয় জলের সমস্যা। তিতিবিরক্ত জনগন রবিবার সকালে মনু- ছামনু রাস্তার ময়নামা এলাকাতে অবরোধে বসে। হঠাৎ করে রাস্তা অবরোধের ফলে যাত্রী দুর্ভোগ চরমে উঠে। পরবর্তী সময়ে প্রশাসনের প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় জনগন।