অরবিন্দের উত্তরসূরীও আইআইটির গবেষক
অরবিন্দ কেজরিওয়ালের উত্তরসূরি … ! এবার আম আদমি পার্টির যোগ্য উত্তরসূরি হিসাবেই ময়দানে নেমে পড়লেন খড়গপুর আইআইটির সেই একই বিভাগের ফাইনাল ইয়ারের গবেষক ।আজ থেকে ৩৩ বছর আগের কথা । বর্তমানে আম আদমি পার্টি ( আপ ) সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই সময় খড়গপুর আইআইটির ছাত্র ছিলেন । ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া ছিলেন । তারপর কেটে গিয়েছে অনেক বছর । সেই দিনের আইআইটির পড়ুয়া অরবিন্দ কেজরিওয়াল এখন দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী । তার হাতে গড়া এই আম আদমি পার্টির যোগ্য উত্তরসূরি হিসাবে এবারে ময়দানে নেমে পড়লেন খড়গপুর আইআইটির এই একই বিভাগের ফাইনাল ইয়ারের গবেষক সুধীর সিং ।
হরিয়ানার গাজিয়াবাদে বাড়ি । তিনি এই দলের সদস্য হওয়ার আবেদন সম্বলিত পোস্টার লাগানোর কাজ শুরু করেছেন গোটা খড়গপুর শহরজুড়ে । সঙ্গী হিসাবে পেয়েছেন পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের বাসিন্দা অমিতকুমার রানা নামে এক যুবককে । আপাতত লক্ষ্য সামনের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার । তারপর লোকসভা । এই ব্যাপারে খড়গপুর আইআইটির মেধাবী এই পড়ুয়ার বক্তব্য , ‘ আমাদের স্লোগান উন্নয়নের পক্ষে । দুর্নীতির বিরুদ্ধে । ধর্মীয় উসকানি নয় , তোষণ নয় , ব্যক্তিগত আক্রমণ নয় । ‘ শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি ফেরানোর ডাক দিয়ে আপের লড়াই । এই দলে দুর্নীতির কোনও জায়গা নেই । আপাতত সামনের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে দল । সংগঠন তৈরির কাজ চলছে । সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে । এমনটাই জানালেন এই দলের অন্যতম কার্যকর্তা অমিতকুমার রানা । তিনি জানালেন , ‘ আমরা চেষ্টা করব । জনমত যাচাই করার জন্য পঞ্চায়েত নির্বাচনে লড়ব । প্রার্থী দেওয়া হবে । ‘ তবে কোনও জোটে না গিয়ে একাই আপ লড়বে বলে তিনি সাফ জানালেন । তিনি বলেন , ‘ পশ্চিমবঙ্গে জোট করার মতো কেউ নেই । তৃণমূলের সঙ্গে আপের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা । ‘ তবে আপের এই তৎপরতাকে কোনও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি । তৃণমূলের জেলা চেয়ারম্যান অজিত মাইতি বলেন , ‘ আম আদমি পার্টি বলে এখানে কিছু নেই । একটা দুটো পোস্টার দিয়ে দিলে আর দু ’ একজন লোক থাকলেই কি হয়ে যায় । আমরা এই নিয়ে কোনও চিন্তা করছি । না । অপরদিকে , বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র বলেন , ‘ আপ এখানে কোনও প্রভাব ফেলতে পারবে না । তবে ওরা রাজনৈতিক কার্যক্রম করতেই পারে । যদিও কোনও সুবিধা করতে পারবে না ।