এক ডলারের নিরিখে টাকার দর পেরিয়ে গেল ৮০ টাকার গণ্ডি
একটা দীর্ঘ সময় পর্যন্ত আমজনতাকে চিন্তার মধ্যে রেখেছিল ভারতীয় টাকার দর। অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এবারে কি ৮০ টাকার গণ্ডিও পেরিয়ে যাবে? সোমবার সেটা না হলেও মঙ্গলবার খারাপ খবর এলো ভারতীয় নাগরিকদের জন্য। ইতিহাসে প্রথমবার এক ডলারের নিরিখে টাকার দর পেরিয়ে গেল ৮০ টাকার গণ্ডি।
এই নিয়ে টানা ৮দিন নিম্নমুখী হল টাকার দাম। এমন চলতে থাকলে সমস্যা যে আরো বাড়বে তা আশঙ্কা করছেন অনেকেই। যদিও অশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।