তথ্য মন্ত্রীর কাছে মিডিয়া প্রতিনিধি
দৈনিক সংবাদ অনলাইন।। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির এক প্রতিনিধি দল বুধবার রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সরকারীভাবে পুনঃ বিবেচনা করে ইলেকট্রনিক্স মিডিয়া গুলিকে ক্যাটাগরি প্রদান করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানায়। ত্রিপুরা রাজ্যের প্রতিটি প্রান্তে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া অত্যন্ত জনপ্রিয় টিভি সংবাদ মাধ্যমগুলোর জন্য বাস্তবতা বিচার করে সরকারী বিজ্ঞাপনের ন্যূনতম ৫১ শতাংশ বরাদ্ধ করার দাবী পুনরায় উত্থাপিত করেন।
বিজ্ঞাপনের বকেয়া বিল মিটিয়ে দিতেও দাবী জানানো হয়| সকল প্রকার ক্লাসিফায়েড ও ডিসপ্লে বিজ্ঞাপন টিভি নিউজ মিডিয়ার জন্যও বরাদ্ধ করতে আবেদন জানানো হয় | ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির কর্মকর্তাগণ রাজ্যের তথ্যসংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর যোগ্য নেতৃত্বে এইসকল নায্য দাবী সমূহ পূরণ হবে বলে আশা ব্যক্ত করেন।
সৌহার্ধপূর্ণ আলোচনায় মন্ত্রী সুশান্ত চৌধুরীও দাবিগুলোর প্রতি আন্তরিক সহমর্মিতা দেখিয়ে দ্রুততার সাথে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধি দলে ছিলেন সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, উপদেষ্টা প্রনব সরকার, সেবক ভট্টাচার্য, সদস্য মনিশ সাহা, রঞ্জিত দেববর্মা, হানিফ আলি প্রমুখ।