জারি হচ্ছে কোভিড এডভাইজারি ত্রিপুরা খবর Dainik Digital July 21, 2022 0 এই খবর শেয়ার করুন (Share this news) কাল থেকে সকলকে মাক্স ব্যবহার করতে হবে। মাক্স না পড়লে ২০০ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার দিতে হবে ৪০০ টাকা। স্বাস্থ্য দপ্তর থেকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়েছে।