ড্রাগস সহ বহিঃরাজ্যে আটক ত্রিপুরার দুই যুবক
দৈনিক সংবাদ অনলাইন।। পঞ্চাশ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ পাথারকান্দি পুলিশের জালে আটক ত্রিপুরার দুই যুবক। ঘটনা শুক্রবার দুপুরে। বর্তমানে ড্রাগস সহ আটক দুই যুবককে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
এ মর্মে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি জানান যে এদিন স্থানীয় একটি চক্রের কাছ থেকে দশটি সাবানের বাক্সে এক`শ একত্রিশ গ্রাম ব্রাউন সুগার ক্রয় করে দুই যুবক ট্রেনে ত্রিপুরায় পাড়ি দেবার উদ্দেশ্য স্থানীয় রেল স্টেশনে বসে ট্রেনের অপেক্ষায় ছিল। গোপন খবরে পুলিশ তড়িঘড়ি অভিযানে নেমে পাথারকান্দি রেল স্টেশনে পৌছে তাদেরকে হাতে নাতে পাকড়াও করে।ধৃতদের মধ্যে রয়েছে রুফুল আমিন ও ছলমান মিয়া।তাদের উভয়ের বাড়ী আগরতলার রাজনগরে।