দুর্ঘটনায় আহত দুই, জনতা ভাঙলো গাড়ি!!
দৈনিক সংবাদ অনলাইন।। শনিবার সাপ্তাহিক হাটবারের সকালে গাড়ি চাপায় আমবাসা বাজারে আহত দুই। আহতরা হলেন আমবাসার কাছিম ছড়ার কুচুন্তি দেববর্মা এবং গঙ্গানগরের চন্দ্রকান্ত দেববর্মা।
দুর্ঘটনা ঘটার পরই গাড়ির চালক পালিয়ে যায়।বাজারের উত্তেজিত জনতা গাড়িটিকে ভেঙে গুঁড়িয়ে দেয়। পরবর্তী সময়ে আমবাসা থানার পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়। চলছে চালকের খোঁজ। আহত দুই জনের চিকিৎসা চলছে হাসপাতালে।