ভারতীয় দলে কোহলি বিশ্রামে থাকার ফলে আক্ষেপ ক্যারিবিয়ান কোচের
জোহানেসবার্গ: শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করেছে ভারতীয় দল। আর সেই সিরিজ শুরু করার আগে ভারতীয় দলে বিরাট কোহলির মতো তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার এই নিয়েই মুখ খুললেন প্রতিপক্ষ দলের কোচ। ওয়ান ডে ম্যাচ শুরু হওয়ার আগে ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে বিরাট কোহলি নেই বলে অসন্তুষ্ট তিনি।
ভারতের সমস্ত বড় ক্রিকেটারদের এই সিরিজে সুযোগ না দেওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘আমরা ভারতের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ খেলতে চেয়েছিলাম কিন্তু তারা দলে না থাকায় আমরা খুবই হতাশ।’ সম্প্রতি ভারতীয় দলকে নিয়ে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপে না খেললে কোহলির প্রত্যাবর্তন করাটা কঠিন হবে। আর এই নিয়েই সিমন্সের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। আর এই নিয়েই কথা বলতে গিয়েই সিমন্স এবারের ক্যারিবিয়ান সফরে কোহলির অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন।
পন্টিংয়ের মন্তব্যে সিমন্স কী বলতেন তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোচ সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘দেখুন, আমি ভারতীয় দলের কোচ নই। রাহুলকেই (দ্রাবিড়) এই সিদ্ধান্ত নিতে হবে। সে এখন দায়িত্বে রয়েছে। আমি যদি ভারতে থাকতাম তাহলেই আমি এটি সম্পর্কে ভাবতাম। তবে ভারতীয় দল যে সিদ্ধান্তই নিক সেটা অত্যন্ত বিবেচনা করেই নেবে বলে আশা করছি।’
কোহলির পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা সহ আরও ছয় খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। তবে ভারতীয় দল যে আগের মতোই শক্তিশালী সেটাও কিন্তু জানাতে ভোলেননি সিমন্স। তবে ভারতের প্রথম সারির দলের বিরুদ্ধে খেলতে পারলে আরও ভাল হতো বলে মত তার।
বিরাট কোহলির অনুপস্থিতিতে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিমন্স বলেছেন, ‘কোহলি স্কোয়াডে না থাকায় আমি খুশি নই। কারণ আমরা সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে চাই এবং আমরা সবাই জানি যে বিরাটের রেকর্ড বলছে তিনি সর্বকালের সেরাদের একজন। হ্যাঁ, আমি হতাশ, তবে সে এখানে থাকলে ভাল হতো। তবে আমি নিশ্চিত সকলে প্রতিযোগিতাটি পছন্দ করবে।’
কোহলির রান না পাওয়া নিয়ে ফিল সিমন্স আরও বলেছেন, ‘সমালোচনা সর্বত্রই রয়েছে। আমি নিশ্চিত সকলেই চায় সে সব সময় ভাল রান করুক। কিন্তু ঘটনা হল, কেউই সব সময় ভাল করতে পারে না।’