তিন শ্রমিকের মৃত্যু, পুলিশি ভুমিকা ঘিরে ক্ষোভ!!
দৈনিক সংবাদ অনলাইন।। বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে তিন জনজাতি শ্রমিকের মৃত্যুর ৭২ ঘন্টা পরও সাব্রুম থানা কর্তৃপক্ষ মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা নেয় নি। অভিযোগ, শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নথীভুক্ত করে পুরো ঘটনাকে ধামাচাপা দিতে জোর চেষ্টা করছে। মঙ্গলবার মৃত তিন শ্রমিকের পরিবারের লোকজন সাব্রুম পুলিশ আধিকারিক এর সাথে দেখা করতে আসে। জানা গেছে, বেসরকারি ঠিকেদার সংস্থার পক্ষে জনৈক দুর্গেশ শর্মা ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে ঐ তিন মৃত শ্রমিকের পরিবারের উপর নানাভাবে হুমকি ও চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ।
সামান্যকিছু অর্থ দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বলা হচ্ছে, কোম্পানির নাকি দোষ নেই। তারা এর বেশি কিছু করতে পারবে না বলে জানিয়ে দেয়। কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়ে। মর্মান্তিক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুর ৭২ ঘন্টা পরেও সাব্রুম থানা এমনকি মহকুমা শ্রম দপ্তর ঠিকেদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কোনো উদ্যোগ নেয়নি। এমন কি মৃত শ্রমিকদের পরিবারে ক্ষতিপুরনের বিষয় নিয়েও কোনো উদ্দ্যোগ গ্রহন করেনি।