উদয়পুরে কংগ্রেসের পথ অবরোধ!!
দৈনিক সংবাদ অনলাইন।। কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীকে ইডির তলবের প্রতিবাদে বুধবার দুপুর একটায় উদয়পুর পোস্ট অফিস চৌহমুনী এলাকায় সড়ক অবরোধ করে কংগ্রেস । অবরোধে সামিল হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা সহ জেলা কংগ্রেসের কর্মীরা । এই অবরোধের জেরে রাস্তার দু’ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । অবরোধ স্থলে নামানো হয়েছে স্থানীয় আর কে পুর থানার বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী ।