রাজ্যে আসছেন আরএসএস প্রধান, প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দৈনিক সংবাদ অনলাইন।। আগামী ২৬ থেকে ২৮ আগস্ট তিনদিন ব্যাপী শান্তি যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে অমরপুরের সরবংস্থিত শান্তিকালী আশ্রমে নবনির্মিত দেবী মন্দীরের শুভ দ্বারোদঘাট হবে। ওই দ্বারোদঘাটন অনুষ্ঠানে আরএসএস সংঘ প্রধান মোহন ভগবৎ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু,সন্ন্যাসীরা উপস্থিত থাকবেন।
তিনদিন ব্যাপী ওই মহা শান্তিযজ্ঞ অনুষ্ঠান ও মন্দীরের দ্বারোদঘাটন অনুষ্ঠানকে সার্বিক সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে গত রবিবার সরবংস্থিত শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মার পৌরহিত্যে এবং বিধায়ক রঞ্জিত দাস সহ জেলা ও মহকুমার বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে শান্তকালী আশ্রমের মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শান্তিকালি আশ্রমের অন্যতম পৃষ্ঠপোষক সুকেশ কলইয়ের পরিচালনায় তিনদিন ব্যাপী মহাসমারোহ অনুষ্ঠান পরিচালনার জন্য শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মাকে চেয়ারম্যান মনোনিত করে জেলার মন্ত্রী বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পনের জনের কমিটি এবং কুড়িটি সাব-কমিটির গঠন করা হয়।প্রস্তুতি সভায় শান্তাকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা সনাতন ধর্ম রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।